ফ্রিল্যান্সিং মার্কেটের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশের লোকাল মার্কেটে অনলাইন থেকে শুরু করে বড় বড় কোম্পানীতে রয়েছে ডিজিটাল মার্কেটারের ব্যাপক চাহিদা।
Looking for Facebook Marketing for Professionals training in Bangladesh? Here is the Foresight IT Institute The Best Social Media Marketing Training Center in Bangladesh.
ফেসবুকে নিজের বিজনেসকে প্রমোট বা ডেভেলপ করার অন্যতম উপায় বা শর্ত হচ্ছে ডিজিটাল মার্কেটিং কে কাজে লাগানো। যদি আপনি ডিজিটাল মার্কেটিংকে সঠিকভাবে ব্যবহার করে উপযুক্ত পরিবেশে বা মার্কেটপ্লেসে বা টার্গেট কাস্টমারের কাছে আপনার পণ্য বা সেবা পৌছাতে পারেন তবে সেটিই হতে পারে আপনার সফলতার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ।
এফ কমার্স কি বা ফেসবুকে কিভাবে বিজনেস করে?
খুবই সহজ ভাবে বলতে গেলে, ফেসবুকে একটি পেজ খুলে নিজের তৈরি করা পণ্য বা সোর্সিং করা পণ্যকে তার টার্গেট কাস্টমারের কাছে পৗছে দেয়াকে এফ-কমার্স বলা হয়ে থাকে । কিন্তু যত সহজে এটাকে সংজ্ঞায়িত করা হয়ে থাকে, বাস্তবে বা মার্কেটপ্লেসে নিজের তৈরি করা পণ্য বা সোর্সিং করা পণ্যকে টার্গেট কাস্টমারের কাছে পৌছে দেয়া বা টার্গেট কাস্টমার খুজে বের করাটা খুব সহজ না । এর জন্য Keyword Research, Activity Modify এর মত কাজগুলো করতে হয় । যেটার জন্যে এ কাজে প্রশিক্ষিত বা প্রফেশনাল লোকের প্রয়োজন হয়। এছাড়া রেগুলার ফেসবুকের আপডেট সম্পর্কে জানা বা প্রয়োজনে ম্যানুয়ালি ফেসবুকের সাথে কনটাক্ট করার প্রয়োজনও হতে পারে ।
কারা করতে পারেন এই কোর্স:
ফোরসাইট আইটি ইন্সটিটিউটকেই কেন বেছে নিবেন?
আমাদের শিক্ষার ধরণঃ
থিউরি+প্রাক্টিক্যাল+অ্যাসাইনমেন্ট+কেস স্টাডি+ইভালুয়েশন+সার্টিফিকেট= ডিজিটাল মার্কেটার।