SEO কি? SEO শব্দের অর্থ Search Engine Optimization. SEO বা Search Engine Optimization বলতে বোঝায় যে পদ্ধতির মাধ্যমে একটি ওয়েবসাইট এবং কি-ওয়ার্ড কে র্যাংকিং করানো হয় সেই পদ্ধতিকে Search Engine Optimization বা SEO বলে। সহজভাবে বলতে বোঝায়, Search Engine-এ যে পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ এঞ্জিন-এর প্রথম পৃষ্ঠায় নিয়ে আসার জন্য যে প্রযুক্তিগত কৌশল ব্যবহার করা হয়ে থাকে সেই প্রযুক্তিগত কৌশল কেই বলা হয় SEO বা Search Engine Optimization. অর্থাৎ সার্চ এঞ্জিন-এ অন্তর্ভুক্ত করে সারা বিশ্বের ইন্টারনেট বাবহারকারিদের সম্মুখে আপনার ওয়েবসাইটকে পরিচিত করার পক্রিয়াকেই SEO বা Search Engine Optimization বলে।
কেনSEOগুরুত্বপূর্ণ?
একটি ওয়েবসাইট এর জন্য এসইও খুবই গুরুত্বপূর্ণ। এমন কি ওয়েবসাইট এর জন্য এটিএকটি অপরিহার্য বিষয়। আমরাজানি, প্রচারেই প্রসার। এসইওহচ্ছে ইন্টারনেটে প্রচারের সবচেয়ে উৎকৃষ্ট মাধ্যম। Search Engine Optimization কে আমরা প্রচারের প্রধান মাধ্যমও বলতে পারি। মনেকরুন, আপনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন বা কম্পিউটার সম্পর্কিত অনেক কাজ করতে পারেন। এ কথা শুধুমাত্র আপনার বন্ধু বা নিকত আত্মীয় এবং আপনার সাথে যারা চলা ফেরা করে শুধু তারাই জানেন। মনেকরুন, আপনি যে কাজ জানেন তা সবাই কে জানাবেন এর জন্য আপনাকে প্রচার করতে হবে। আপনি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে আপনার প্রচারণা চালাতে পারেন। আপনি লিফলেট, পোষ্টার, ব্যানার এমন কি টেলিভিসনে বিজ্ঞাপণের মাধ্যমে আপনি আপনার প্রচারনা চালাতে পারেন। এর ফলে আপনি হয়ত আপনার আশেপাশে এবং এবং খুব বেশি হলে নিজের দেশে প্রচার করলেন। কিন্তু আপনি এই মাধ্যম গুলোর সাহায্যে কোনোভাবেই ইন্টারনেটে প্রচার করতে পারবেন না। বর্তমান যুগ তথ্য এবং প্রযুক্তির যুগ। বর্তমান যুগে যদি আপনি নিজেকে ইন্টারনেটের মাধ্যমে প্রচার করতে না পারেন তাহলে আপনি নিজেকে বিশ্বের সামনে উপস্থাপন করতে পারবেন না। নিজেকে উপস্থাপন করতে না পারলে আপনার যোগ্যতা আপনার কর্ম দক্ষতা উপস্থপন করতে পারবেন না। যার পরিপ্রেক্ষিতে আপনি ডিজিটাল যুগের এই বিশ্বে আড়ালেই থেকে গেলেন। যার ফলে আপনারযোগ্যতা এবং আপনার কর্ম দক্ষতা আড়ালেই থেকে যাবে। আপনি খুব ভালগ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডিজাইনার যাই হন না কেন আপনি যদি ইন্টারনেট জগতে নিজেকে উপস্থাপন করতে না পারেন তাহলে আপনি আপনার ক্যারিয়ার ঠিকভাবে গড়তে পারবেন না। নিজেকে বিশ্বের সামনে খুব ভালভাবে উপস্থাপন করার জন্যSearch Engine Optimizationখুবই গুরুত্বপূর্ণ।
Search Engine Optimizationনিজের জন্য যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই একটি প্রতিষ্ঠান এর জন্য গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠানের লক্ষ্য প্রতিষ্ঠানকে আর উন্নত করা এবং প্রতিষ্ঠানের সেবা কে সবার কাছে পৌঁছে দেয়া। একটি প্রতিষ্ঠানেরএমন লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় কাজকেSearch Engine Optimizationঅনেক সহজ করে দিয়েছে। একটি প্রতিষ্ঠান খুব সহজেই প্রতিষ্ঠান সম্পর্কিত নিজস্ব একটি ওয়েবসাইট খুলে নিজ প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং তাদের সেবা সম্পর্কিত তথ্য অথবা তাদের পণ্য সম্পর্কিত তথ্য খুব মার্জিত ভাবে উপস্থাপন করেSearch Engine Optimizationএর মাধ্যমে খুব সহজেইসার্চ এঞ্জিনএর প্রথম পাতায় নিজেদের ওয়েবসাইটকে র্যাংক করানোর মাধ্যমে খুব সহজেই প্রতিষ্ঠান সম্পর্কিত ট্রাফিক অথবা ভিজিটর নিজেরদের ওয়েবসাইটে পেতে পারেন। এর ফলে সেই প্রতিষ্ঠানটি খুব সহজেই ভাল ব্যবসা ও বাণিজ্য করতে পারবে অন্যান্য প্রতিস্থানের থেকে। এর জন্য Search Engine Optimizationএত গুরুত্বপূর্ণ।
আপনি অবাক হবেন যেSearch Engine Optimizationএর প্রভাব প্রতিটা পেশায় রয়েছে। আপনি ডাক্তার বলেন, এঞ্জিনিয়ার বলেন, প্রকৌশলী বলেন, ব্যবসায়ী বলেন, শিক্ষক বলেন এছাড়াও সব ধরনের পেশায় এর প্রভাব রয়েছে। আপনি একজন ডাক্তার নিজের জনপ্রিয়তা এবং পরিচিতি বাড়াতে চান আপনি খুব সহজেইSearch Engine Optimizationএর মাধ্যমে নিজের জনপ্রিয়তা এবং পরিচিতি বাড়াতে পারবেন। এরকম প্রত্যেক পেশাতেই আপনিSearch EngineOptimizationএর মাধ্যমে নিজের জনপ্রিয়তা এবং পরিচিতি বাড়াতে পারবেন যা আপনার ক্যারিয়ার গঠনে কিনবা আপনার প্রতিষ্ঠানের ভবিষ্যৎ উন্নতির জন্য পর্যাপ্ত সহায়ক ভূমিকা পালন করবে।
ফোরসাইট আইটি ইন্সটিটিউটকেই কেন বেছে নিবেন?
আমাদের শিক্ষার ধরণঃ
থিউরি+প্রাক্টিক্যাল+অ্যাসাইনমেন্ট+কেস স্টাডি+ইভালুয়েশন+সার্টিফিকেট
YouTube advertising A-Z