আমাদের দেশে বর্তমানে বিভিন শ্রেণীর মানুষের, বিশেষ করে তরুণদের ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে ।সেই সাথে এ পেশায় নিয়োজিত মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আকর্ষণীয় ইনকাম এবং এ পেশায় নিজের পছন্দমত কাজ করা যায় বলে ।তাই এ কথা আমরা বলতেই পারি বাংলাদেশের জন্য ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং আশীর্বাদ স্বরূপ।
Foresight IT Institute best Freelancing & Outsourcing training center in Dhaka, Bangladesh. We offer is the Best Outsourcing Training in Dhaka.
ফ্রিল্যান্সিং কি?
ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। যাঁরা আউটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে। ফ্রিল্যান্সার মানে হলো মুক্ত বা স্বাধীন পেশাজীবী। আউটসোর্সিং সাইটে যিনি কাজ করেন তাঁকে বলে কনট্রাক্টর (তিনি কনট্রাক্টে কাজ করেন)। আর যিনি কাজ দেন তাঁকে বলে বায়ার/ক্লায়েন্ট (তিনি কনট্রাক্টে কাজ দেন)।
কেন ফ্রিল্যান্সিং করবেন ?
যে ধরনের কাজ পাওয়া যায়:
আউটসোর্সিং সাইটের কাজগুলো বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা থাকে। যেমন: ওয়েব
ডেভেলপমেন্ট (Web Development), সফটওয়্যার ডেভেলপমেন্ট (Software
Development), নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (Networking & Information Systems), লেখা ও অনুবাদ (Writing & Translation), প্রশাসনিক সহায়তা (Administrative Support), ডিজাইন ও মাল্টিমিডিয়া (Design & Multimedia), গ্রাহকসেবা (Customer Service), বিক্রয় ও বিপণন (Sales & Marketing), ব্যবসা-সেবা (Business Services) ইত্যাদি।
কাদের জন্য এ পেশা বা কারা বেছে নিতে পারেন এ পেশাটি:
ফোরসাইট আইটি ইন্সটিটিউটকেই কেন বেছে নিবেন?
থিউরি+প্রাক্টিক্যাল+অ্যাসাইনমেন্ট+কেস স্টাডি+ইভালুয়েশন+সার্টিফিকেট